ময়মনসিংহের হালুয়াঘাটে বনভোজন (পিকনিক) বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুর পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় আট জন আহত হলেও সবাই বেঁচে যায়। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সদর ইউনিয়নের শাপলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দুর্ঘটনায় আহতরা হলেন- তারাকান্দা উপজেলার ডৌহাতলা গ্রামের সাবিকুন্নাহার (১৯), একই গ্রামের কায়ুমের স্ত্রী মুক্তা (২২), হালিমা খাতুন (৫০), তাসলিমা খাতুন (৩৫), সবুজ (২৫), আব্দুল বারেক (৪০), ওমর আলী (৩৫) ও সাদেক (১৯)।
স্থানীয় সুত্র জানায়, সকালে জেলার তারাকান্দা থেকে বাসটি ৫৫ থেকে ৬০ জন যাত্রী নিয়ে নালিতাবাড়ী ইকোপার্ক গিয়েছিল। ফেরার পথে হালুয়াঘাটের শাপলা বাজারে এলে বাসটির চাকা ফেটে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পুকুরে পড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসা শেষে সবাইকে বাড়িতে পৌছে দেওয়া হয়।