ময়মনসিংহের ৯ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার আগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ আদালতের গেইটে হাজির এক আসামি। তিনি নিজেকে যুদ্ধাপরাধ মামলার আসামি ফয়জুল্লাহ বলে দাবি করেন।
তাকে নিয়ে কি করা হবে এ নিয়ে যখন ধোঁয়াশা চলছে এরমধ্যেই নয় আসামির রায় ঘোষণা করলেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে আব্দুর রাজ্জাক, ফয়জুল্লাহ ও কালামকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। খালাস দেয়া হয় আব্দুল লতিফ নামে এক আসামিকে। বাকিদের দেয়া হয়েছে ২০ বছরের জেল। পরে তাদের সাজার পরোয়ানা পাঠানো হয় কারাগারে। রায় ঘোষণার পরে পলাতক আসামির হাজির হওয়া বিষয়ে জানতে চাইলে প্রসিকিউশন জানায়, এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।