আজ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হবে চাঞ্চল্যকর শিশু নাবিলা ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহেরাজ হোসেন তুষারকে। নাবিলা হত্যা মামলার বাদীর পক্ষ থেকে এ তথ্য জানা যায়। নাবিলার বাবা প্রবাসী আবুল কালাম জানান, আজ আমার নিষ্পাপ শিশু নাবিলাকে হত্যাকারী ঘাতক তুষারকে আদালতে জামিন শুনানির জন্য তোলা হবে । আমার অবুঝ শিশু নাবিলাকে হত্যাকারী ঘাতক তুষারের যেন উপযুক্ত বিচার করা হয়।ঘাতককে ফাঁসিতে ঝুলানো হলে আত্মার শান্তি পাবেন বলে আক্ষেপ প্রকাশ করেন নাবিলা বাবা আবুল কালাম।
উল্লেখ্য ২০১৮ সালের ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবুল কালামের মেয়ে নাবিলা আক্তারকে (৪) একই এলাকার ডা. আলী আশ্রাফের ছেলে মেহেরাজ হোসেন তুষার (২০) একটি নিমার্ণাধীন ভবনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নাবিলা চিৎকার শুরু করলে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ওই ভবনের একটি রুমে সিমেন্টের বস্তার নিচে গুম করে রাখে। পরদিন স্থানীয়রা সেখান থেকে মরদেহ উদ্ধার করে। নাবিলা হত্যা মামলাটি ডিবিতে আসার পর তদন্ত কর্মকর্তা ডিবির এসআই সহিদার রহমান ঘাতক তুষারের সম্পৃক্তার প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করে। ঘাতক তুষার কুমিল্লার আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হকের আদালতে ১৬৪ ধারায় ঘটনার জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।