কুমিল্লা চান্দিনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল ও ২শত পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ছায়কোট এলাকায় এস আই সুজন দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে আলমগীর হোসেন (২২) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন । এসময় আসামির হেফাজত থেকে ২শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক আলমগীর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে।
অপর একটি ঘটনায় রবিবার (৭ফেব্রুয়ারি) রাতে চান্দিনা বাজার এলাকায় এস আই সুজন দত্ত শরীফুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। গ্রেফতার আসামি শরীফুল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।