বাংলাদেশের সবকটি স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং পণ্য আমদানি-রপ্তানিতে নানা সমস্যা-সংকট সমাধানে বৈঠক করেছে বাংলাদেশ ও ভারত স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ দুই দেশের প্রতিনিধি দল।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারত প্রতিনিধি দলের দশ সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকের আগে ভারত স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রিয়াদিয়া মিশ্র জানান, আলোচনায় স্থলবন্দর সমূহের অবকাঠামোগত উন্নয়ন, দুইদেশে প্রবেশ করা পরিবহনের পণ্য দ্রুত খালাস করা, করোনাকালীন শ্রমিকদের কোয়ারেন্টাইনের সুবিধাদি এবং যাত্রীদের সুক্ষভাবে চলাফেরার ব্যবস্থাসহ বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকটি বিষয়ে আমরা দুই দেশের প্রতিনিধিরা একমত হয়েছি। এর সুফল আমরা দ্রুত পাবো বলে তিনি আশা ব্যক্ত করেন।
এর আগে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ দেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একটি গাড়ি যোগে বাংলাদেশের প্রতিনিধি দল আদর্শ সদর উপজেলার বিবিরবাজার ইমিগ্রেশন অফিসে উপস্থিত হন। ইমিগ্রেশন অফিস থেকে পায়ে হেঁটে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী বাংলাদেশি প্রতিনিধি দল দুপুর ১২টায় ভারতে গমন করেন। সেখানে প্রায় ৫০ মিনিটের মিটিং শেষ করে। এরপর দুপুর ১টায় ভারতীয় ৫ সদস্যের প্রতিনিধি দলসহ ভারতীয় ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে বাংলাদেশে প্রবেশ করে।
এ জাতীয় আরো খবর..