কুমিল্লা মহানগরীর দক্ষিন চর্থায় উদ্বোধন হল সেচ্ছাসেবী সংগঠন “স্বাধীন বাংলা ক্লাব”। উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সমাজসেবামূলক সংগঠন ‘স্বাধীন বাংলা ক্লাব। গতকাল শুক্রবার সন্ধায় কুমিল্লা মহানগরীর দক্ষিন চর্থা কার্যালয়ে সংগঠনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মহানগর যুবলীগ নেতা কাউছার খন্দকার কেক কেটে সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা পলিটেকনিকেল কলেজের সাবেক জিএস আবুল খায়ের খন্দকার।
বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আহসান হাবীব, স্থানীয় ব্যবসায়ী মিজান হোসেন, লাবলু আহমেদ, বনী মিয়া, রাসেল আহমেদ ও সোহাগ মিয়া। স্বাধীন বাংলা ক্লাব সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসনাত খন্দকার সানি বলেন, এটি একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। আমাদের মূল উদ্দেশ্য মানুষকে সহযোগিতা করা। অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। বিনামূল্যে ও খুব সহজে যেন অসহায় গরীব মানুষ রক্ত পান সে জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা। মানুষের কল্যাণে কাজ করতে স্বাধীন বাংলা ক্লাবের পাশে থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের সভাপতি।
মানব সেবার উদ্দেশ্যে স্বাধীন বাংলা ক্লাব প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানের পরিচিতি: প্রধান উপদেষ্টা- মোঃ কাউসার খন্দকার।
* সভাপতি- মোঃ সাকিব হাসনাত খন্দকার (সানি)
* সহ সভাপতি- মোঃ আবুল বাশার
* সাধারন সম্পাদক- মোঃ মেহেদি হাসান শুভ
* সহ সাধারন সম্পাদক- মোঃ গোলাম রাব্বানি (অপু)
* যুগ্ন সম্পাদক- মোঃ তারেকুল ইসলাম (মুকুল)
* সহ যুগ্ন সম্পাদক- মোঃ কাজী শান্ত
* সাংগঠনিক সম্পাদক- মোঃ এমদাদুল ইসলাম (সায়মন)
* সহ সাংগঠনিক সম্পাদক- মোহাম্মাদ বিজয়
* ক্রীড়া সম্পাদক- মোঃ রবিউল হাসান (সাগর)
* সহ ক্রীড়া সম্পাদক- মোঃ সাদ্দাম হোসেন (পাপন)
– মোঃ হাসিব হাসনাত খন্দকার ( রোহেদ )
– মোঃ শাহাদাত হোসেন (জুয়েল)
* কোষাধ্যক্ষ- মোঃ সাব্বির আহমেদ শাওন
* প্রচার সম্পাদক- মোঃ ফখ্রুল ইসলাম শাওন – মোহাম্মাদ রুবেল হোসেন (রবিন)
– মোহাম্মাদ সাহিদ মিয়াঁ – মোঃ রিয়াদ হোসেন মিয়াজি (নুর মসজিদ গলি)
– মোঃ মাজহারুল (রুপক) – মোঃ রিয়াদ হোসেন (সর্দার বাড়ি)
* আপ্যায়ন সম্পাদক- মোঃ সানাউল হাসান (হৃদয় ) – মোঃ ফয়সাল আহমেদ (হৃদয় )
– মোঃ কাজী আব্দুল আমির (রিয়াদ) – মোঃ জহিরুল ইসলাম (বাবু)
ক্লাবের সদস্যগনদের আন্তরিক প্রচেস্টায় অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়।