কুমিল্লার সদর দক্ষিণ, সদর ও বুড়িচং উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ১৬৪ কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি কার্ভাড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব সাংবাদিক সম্মেলন করে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ৫ ফেব্রুয়ারি কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মোট ১৬৪ কেজি গাঁজাসহ চারজনকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার লাকসাম থানার পইশাগি গ্রামের জালাল আহম্মেদ এর ছেলে মোঃ বাহার উদ্দিন (২৯) , চৌদ্দগ্রাম থানার বদরপুর (উত্তরপাড়া) গ্রামের রফিক মিয়ার ছেলে ইমন মিয়া (১৯), বুড়িচং উপজেলার পূর্ব চাঁনপুর গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৩৪), বুড়িচং থানার ভরাসাল গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ শাকিল(২৮)। উল্লেখ্য যে উক্ত অভিযানে একটি কাভার্ড ভ্যান ও ৩৬ কেজি গাঁজাসহ মোঃ বাহার উদ্দিন (২৯) কে আটক করা হয় এবং মোঃ শাকিল (২৮) এর বসতবাড়ি হতে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।