মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৪৯৪১/২০১৯ মামলার নির্দেশনা মোতাবেক Single Use Plastic/Polythene ব্যবহার, বহন,বিক্রি, বিপণন,উৎপাদন বন্ধের নির্দেশনা রয়েছে। এমতাবস্থায় কুমিল্লা শহরের সকল কাঁচাবাজার, শপিংমল, দোকান ও জনসাধারণকে Single use polythene ব্যবহারে নিরুৎসাহিত করা হলো। আগামী ০৭/০২/২০২১ তাং রোজ রবিবার থেকে কুমিল্লাসহ সারাদেশে এ বিষয়ের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।