রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা গুলশান বিভাগ।গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মোঃ ফয়জুল্লাহ ওরফে ফয়েজ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম জানান, সোমবার (১ ফেব্রুয়ারি ২০২১) সন্ধা ০৬.৪৫ টায় দক্ষিণ মাতুয়াইল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ফয়েজ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, ওয়ারী ও কদমতলী থানা এলাকায় বিক্রি করতো।এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।