কুমিল্লায় এশিয়ান টিভির বর্ষপূর্তি উপলক্ষ্যে করোনার প্রেক্ষাপটে বিশেষ অবদান রাখার জন্য একাধিক ব্যক্তিবর্গকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। দেশে করোনার প্রার্দুভাব শুরু হওয়ার পর থেকে সাংবাদিকগন জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সরবরাহ করে জনসচেতনতা তৈরী করতে অবদান যারা রেখেছেন তাদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। গত ৩১ জানুয়ারী এশিয়ান টেলিভিশন তাদের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জাতীয় দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা ব্যুরোচীপ নেকবর হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পুরস্কার গ্রহন করার পর সাংবাদিক নেকবর হোসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এশিয়ান টেলিভিশন আট পেরিয়ে নয়ে পদার্পণ ও তাদের বর্ষপূর্তি উপলক্ষে করোনাকালীন সময়ে পত্রিকায় সঠিক তথ্য দিয়ে সংবাদ মাধ্যমে জনগনকে সচেতনতা তৈরীতে অবদান রাখায় আমাকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার কাজের প্রতি দায়িত্বশীল করে তোলে। আমার এই অর্জন আমার একার নয়,এই অর্জন সকল সাংবাদিক যোদ্ধাদের। অনুষ্ঠানে নেকবর হোসেনকে সন্মাননা স্মারক তুলে দেন এশিয়ান টেলিভিশন এর চেয়ারম্যান হারুনুর রশিদ সিআইপি।অনুষ্ঠানে কুমিল্লার স্থানীয় গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।