কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউপির নোয়াপাড়া এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার পাশে উপুড় হয়ে পড়ে থাকা যুবককে দেখতে পায় স্থানীয় সোহেল নামের এক পথচারী। সোহেল জানায় গতকাল বিকেলে হাটতে বের হয়ে যুবককে পড়ে থাকতে দেখে তার মুখে পানি ছিটিয়ে দেয় ও টক আচার খাওয়ার ব্যবস্থা করে খাওয়ানোর পর যুবকের জ্ঞান ফিরে। তাৎক্ষনিক ছেলেটি বলল অজ্ঞান পার্টির সদস্যরা সব কিছু নিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়।পথচারী যুবক সোহেল তাৎক্ষনিক ৯৯৯ এ কল দেয়। ১১ মিনিটের মধ্যে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।পুলিশ ঘটনাস্থলে এসে যুবকের খোঁজ খবর নেয়।কিছু সময় পর যুবক ছেলেটা মোটামোটি সুস্থ হলে পুলিশ একটা গাড়িতে তাকে ওঠিয়ে দেয়,এ সময় পুলিশের এক সদস্য যুবককে একশত টাকা গাড়ী ভাড়া দিয়ে সহযোগিতা করে।পুলিশের দায়িত্ব পালন দেখে পথচারী সোহেল ৯৯৯ ও কোতয়ালী মডেল থানা পুলিশকে ধন্যবান জানান।