৩০ জানুয়ারি কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতা এড়াতে পৌরসদরের বিভিন্ন এলাকায় মোবাইলকোর্টের মাধ্যমে ২১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানাসহ একাধিক নির্বাহী ম্যাজিষ্টেটের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।
বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানান, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র নির্বাচনী সহিংসা এড়াতে ফিটনেসবিহীন ও কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে মোট ২১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)বলেন বরুড়ায় লাইসেন্স বিহীন মোটর সাইকেল আটকের অভিযান নির্বাচনের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে নিশ্চিত করেন তিনি।