কুমিল্লা মহানগরীর পুরাতন চৌয়ারায় আলোচিত জিল্লু হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি কাউন্সিলর আব্দুস সাত্তারকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) । মঙ্গলবার ২৬ জানুয়ারি রাজধানীর শাহবাগ এলাকা থেকে আবদুস সাত্তারকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ। ঢাকা থেকে কাউন্সিলর আবদুস সাত্তার গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন কুমিল্লা পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান।
তিনি বলেন, কুমিল্লার আলোচিত ও চাঞ্চল্যকর জিল্লুর রহমান জিলানী হত্যা মামলার এজাহারভুক্ত দুই নাম্বার আসামি আব্দুস সাত্তারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংএ জানানোর কথা বলেন তিনি।
আবদুস সাত্তার সদর দক্ষিন উপজেলার গোয়ালমথন শামবক্সী এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে। সে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
উল্লেখ্য গত বছরের ১১ নভেম্বর সকালে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মী জিল্লুর রহমানকে (৪৮) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জিল্লুরের ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে হত্যার ঘটনায় জড়িত ২৪ জনকে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করে । আলোচিত হত্যা মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি পিবিআই কুমিল্লাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।