কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে জেলার চৌদ্দগ্রাম উপজেলার লাঠিমী রাস্তার মাথা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
ডিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা চট্রগ্রাম মহসড়কের লাঠিমী রাস্তার মাথা থেকে দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের হেফাজত থেকে ২০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। ধৃত আসামি খোরশেদ আলম ও মোতাহের হোসেনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।