কুমিল্লার স্টেডিয়াম মাঠে হবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা হবে এমন শুভ বার্তা দিয়ে গেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন। বিপিএল ফুটবলে বসুন্ধরা কিংসের হোম ভ্যানু ও আয়োজন দেখতে বাফুফে সভাপতি শনিবার বেলা ১টা ৩০মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকাপ্টারযোগে আসেন।এ সময় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের সাথে বলেন মাঠের অবস্থা ভালো, গ্যালারীও ভালো, খেলার জন্য ভাল একটি ভেন্যু।
তিনি আরো বলেন,ভবিষ্যতে এই ভেন্যুতে আন্তর্জাতিক দু’ একটি খেলার ব্যবস্হা নেয়া হবে। গতকাল ২৩ জানুয়ারী) বিপিএল ফুটবল কুমিল্লা স্টেডিয়াম মাঠে বসুন্ধরা কিংসের মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন। বেলা ৩টায় খেলা শুরু হয়ে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ২০ মিনিটে বসুন্ধরা কিংসের পক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খেলোয়াড় রোবসন ডি সিলভা একটি গোল করে বিজয় ছিনিয়ে নেয়। ১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে জয় লাভ করে বসুন্ধরা কিংস। ম্যাচ শুরুর আগে রঙিন বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন বাফুফে সভাপতি কাজী সালাহ উদ্দিন।এ সময়ে উপস্থিত ছিলেন সদর এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত,জেলা ক্রীড়া সংস্তার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেনসহ আয়োজকগন ।
সংগ্রহ,নেকবর হোসেন।