নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে আগুন লেগে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল উপ-শহরের ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাছুম (৪০), তার স্ত্রী সীমা (৩২) এবং দুই ছেলে রাসেল (১৭) ও রহমতউল্লাহ (১০)।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পূর্বাচল স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বিদ্যুৎ বিভাগের ডেসকো ও পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইন থেকে স্পার্ক করে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে ছুপড়ি ঘরে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারে চারজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুশরাত জাহান জানান, ডেসকোর হাই ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়লে সেখান থেকে তারগুলো ঘরের চালে পড়ে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।
এ জাতীয় আরো খবর..