কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে ৬ মামলার সাজা প্রাপ্ত ও ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি চৌদ্দগ্রামের ইকবাল চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশ সুত্র জানায়, কুমিল্লার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ১৪ জানুয়ারি মঙ্গলবার সহকারি পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরির্দশক (তদন্ত) ত্রিনাথ সাহা, এএসআই সাইদুর রহমান, কনস্টেবল সৈয়দ নকিবুর রহমানসহ ডিএমপি ঢাকার শাহজাহানপুর থানা পুলিশের সহযোগীতা নিয়ে শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মামলার সাজা প্রাপ্ত আসামি ও ৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত বুদ্দিন গ্রামের আবদুল মনসুরের ছেলে ইকবাল হোসেন মজুমদার প্রকাশ ইকবাল চেয়ারম্যানকে(৩৫) গ্রেফতার করা হয়। ধৃত আসামি ইকবালের বিরুদ্ধে সাজা ও ওয়ারেন্টভুক্ত যে মামলা রয়েছে :
১. সিআর সাজা (০২ বছর এবং ১০ হাজার টাকা অর্থদন্ড)- সিআর ৩৯৫/১৬,
২. সিআর সাজা (০১ বছর এবং ১৫ লক্ষ টাকা অর্থদন্ড)- সিআর- ৩৭৮/১৫, এসটি- ২২০৫/১৬,
৩. সিআর সাজা (০১ বছর এবং ১০ লক্ষ টাকা অর্থদন্ড)- সিআর- ৪১১/১৫, এসটি- ১৮৩৬/১৬,
৪. সিআর সাজা (০১ মাস)- সিআর- ৩৮৫/১৭ টিআর- ৩১২৩/১৭,
৫. সিআর সাজা- দায়রা- ৭৬৩৩/১৯, সিআর- ১৩৬২/১৭,
৬. জিআর সাজা (০২ বছর এবং ১০ হাজার টাকা অর্থদন্ড)- জিআর- ২০৪/১৬,
৭. জিআর- জিআর- ২০৪/১৬
৮. সিআর- সিআর- ৬৮০/১৯,
৯. সিআর- সিআর- ৮১৯/১৯,
১০. সিআর- সিআর- ৯৫/২০। ধৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
সুত্র: কুমিল্লা ডিস্ট্রিক পুলিশ