রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ শরিফুল ইসলাম চৌধুরী ওরফে জিন্নাহ ও মোঃ বাবুল। এসময় তাদের হেফাজত থেকে ২০ হাজার পিস পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। গত ১১ জানুয়ারি, ২০২১ (সোমবার) রাজধানীর সূত্রাপুর থানার বানিয়ানগর ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ সংক্রান্তে সূত্রাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।