হারিয়ে যাওয়া ময়নার (৯) পিতা-মাতার সন্ধান প্রয়োজন। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। তার গায়ের রং ফর্সা ও উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হলুদ প্রিন্টের কামিজ এবং হলুদ কালারের সালোয়ার ।
শনিবার (৯ জানুয়ারি, ২০২১) রামপুরা থানার রামপুরা ব্রীজ সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে শিশুটিকে পেয়ে ডিউটিরত রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে কয়েকজন পথচারী। উক্ত ভিকটিমকে হেফাজতে নিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে থানা পুলিশের কাছে শিশুটি তার মায়ের নাম-গোলপী ও বাবার নাম-নুরুল আমিন বলে জানায়। শিশুটি তার ঠিকানা বলতে না পারায় রামপুরা থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করেন। তেজগাঁও থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নাম্বার- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।ডিএমপি