রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর দ্রব্য দিয়ে চিপস প্রস্তুত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার ২৯ ডিসেম্বর, ২০২০ বেলা ১২:৩০ টায় কদমতলীর খোরশেদ আলী রোডের ডি আর ফুড প্রোডাক্টস এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর দ্রব্য দিয়ে চিপস প্রস্তুত করার দায়ে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।কদমতলী থানা পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন ডিএমপির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হক।