রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল।গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আলাউদ্দিন (৩৬), মোঃ কবির আহম্মেদ (৪৮), মোঃ ইব্রাহিম (১৯) ও মোঃ শহিদুল ইসলাম (৪৫)।
গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আহসান খান ডিএমপি নিউজকে জানান, শনিবার (২৬ ডিসেম্বর) যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তর পাড়া এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করে পল্লবী জোনাল টিম।তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন স্থানে বিক্রি করতো।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।