দুর্নীতির অভিযোগ এলেই সরকারি কর্মকর্তাসহ যে কাউকে তলব করতে পারবে দুদক। তলবের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার করা রিটের পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলেন দেশের উচ্চ আদালত।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়েছে, অজ্ঞাত কোনো ব্যক্তিও যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেয়, তাহলে সে বিষয়ে তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিকে তলব করতে পারবে দুদক। এতে ওই ব্যক্তি মানবাধিকার লঙ্ঘিত হবে না।
ক্যাসিনোকান্ডে গ্রেফতার আলোচিত ঠিকাদার জি কে শামীমের জামিন কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে রাষ্ট্রের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রূপাকে তলব করে দুদক। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তলবের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।
আদালত রিটটি খারিজ করে তাকে দুদকে হাজিরের নির্দেশ দেন। সে হিসেবে ২৭ জানুয়ারি তার হাজিরের তারিখ ধার্য রয়েছে।
এ জাতীয় আরো খবর..