কুমিল্লা মহানগরীতে স্বর্ণ দোকানের কর্মচারী অরূপ কর্মকার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর রাজগঞ্জ বজ্রপুর রোড়ের পাশে নির্মাধীন বিল্ডিং এর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অরূপ কর্মকার (৪২) ওই এলাকার মৃত ধনাঞ্জয় কর্মকারের ছেলে। ঘটনাস্থলে নিহতের স্ত্রী হাজির হয়ে স্বামীর লাশ সনাক্ত করে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, নগরীর বজ্রপুর এলাকায় ইউসুফ হাইস্কুলের পাশে নবনির্মিত একটি ভবনের বেজমেন্টে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহত অরূপ কর্মকার মাদকাসক্ত ছিল। নেশা করা অবস্থায় তার মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর..