ঢাকা মহানগর এলাকার টহল ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে একটি পেট্রোল কার উপহার দিলো নাভানা গ্রুপ।রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১.৩০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম-বার এর নিকট একটি টয়োটা ব্রান্ডের পেট্রোল কার হস্তান্তর করেন নাভানা গ্রুপের পরিচালক মো. আনসার আলী খান।
নাভানা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমাদের প্রয়োজন বুঝে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া। এই পেট্রোল কারটি গুলশান ও কূটনৈতিক এলাকার নিরাপত্তায় ব্যবহার করা হবে। আমাদের ভালো কাজে সবসময় আপনারা পাশে থাকুন।
নাভানা গ্রুপের পরিচালক বলেন, নাভানা গ্রুপ সবসময় সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখে। করোনাকালে আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছি। পুলিশ দেশ সেবায় নিজেদের নিয়োজিত রেখে মানুষকে সেবা দিচ্ছে। আপনাদের পাশে থাকতে পেরে আমরাও আনন্দিত। ভবিষ্যতেও নাভানা গ্রুপ আপনাদের পাশে থাকবে।এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নাভানা গ্রুপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।