1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন

কু‌মিল্লা পু‌লিশ সুপার সৈয়দ নুরুল ইসলা‌ম ডিএ‌ম‌পির উপ পু‌লিশ ক‌মিশনার হি‌সে‌বে পদায়ন

এমইএস:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ১১২৫ বার পঠিত
সৈয়দ নুরুল ইসলাম পি‌পিএম বি‌পিএম (বার)

মানবতার সেবক ও জন‌প্রিয় পু‌লিশ কর্মকর্তা ক‌ু‌মিল্লার পু‌লিশ সুপার সৈয়দ নুরুল ইসলা‌ম পি‌পিএম,বি‌পিএমকে ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের উপ-পু‌লিশ ক‌মিশনার হি‌সে‌বে পদায়ন করা হয়। বুধবার (৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়—জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে ইতোমধ্যে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত জেলাগুলোর কর্মকর্তাদের বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনি বিধিমালা অনুযায়ী কার্যকর হবে।

কু‌মিল্লার জন‌প্রিয় পু‌লিশ সুপার হি‌সে‌বে সৈয়দ নুরুল ইসলাম দে‌শে ক‌রোনার প্রকোপ শুরু হওয়ার পর থে‌কে জেলায়  করোনার বিস্তার রোধে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে নির্ভীকভাবে কুমিল্লা জেলার ৬০ লাখ মানুষের পা‌শে থে‌কে সেবা দি‌য়ে‌ছেন।তি‌নি বি‌ভিন্ন কর্মসু‌চিসহ ঘরবন্দী মানু‌ষের মন‌কে স‌তেজ কর‌তে  ঢাক ঢোল গান প‌রি‌বেশ‌নের মাধ‌্যমে বি‌নোদন মুলক প্রচার প্রচারনার মাধ‌্যমেও সাধারন মানুষ‌কে ক‌রোনা ভাইরাস  সম্প‌র্কে স‌চেতনতা সৃষ্টি ক‌রার গৌরব অর্জন ক‌রেন।গরীব অসহায় মানুষের পা‌শে থে‌কে খাদ‌্যদ্রব‌্য সামগ্রী বিতরন ক‌রেন এবং বি‌ভিন্ন উপ‌জেলায় কমমু‌ল্যে খাদ‌্য সামগ্রী বিতর‌নের জন‌্য ভ্রাম‌্যমান দোকানের আ‌য়োজন ক‌রে দি‌য়ে‌ছি‌লেন।

সৈয়দ নুরুল ইসলাম বাংলাদেশে পুলিশের একজন আইকন যি‌নি আর্দশ, নির্ভীক, দক্ষ ও জনপ্রিয়তা অর্জন ক‌রে‌ছেন  কু‌মিল্লা জেলার বা‌সিন্দা‌দের।‌তি‌নি ২০ তম বি‌সিএস (পু‌লিশ ক‌্যাডার) উত্তীর্ন হ‌য়ে  ২০০১ সা‌লে বাংলা‌দেশ পু‌লি‌শের এএস‌পি প‌দে য্গেদান ক‌রেন। ডিএম‌পির কোতয়ালী থানার সহকা‌রি ক‌মিশনার, রমনা জু‌নের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার, নারায়নগঞ্জ জেলার পু‌লিশ সুপার, ময়মন‌সিংহ পু‌লিশ সুপার ও কু‌মিল্লার পু‌লিশ সুপার হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে আস‌ছি‌লেন! সর্ব‌শেষ তি‌নি কু‌মিল্লা পু‌লিশ সুপার পদ থে‌কে  ডিএম‌পি‌তে উপ পু‌লিশ ক‌মিশনার হি‌সে‌বে পদায়ন  লাভ ক‌রেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com