1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সত্ত‌রের নির্বাচ‌নের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডাকটিকেট স্মারক অবমুক্ত

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৪ বার পঠিত

সোমবার ৭ ডিসেম্বর, ১৯৭০ এর সাধারণ নির্বাচনের পঞ্চাশ বছর। বাংলাদেশ ডাকঘর সত্তরের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করেছে। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার (৭ ডিসেম্বর) ঢাকায় তার দপ্তরে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট ও দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটাকার্ড প্রকাশ করেন। এ বিষয়ে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। মন্ত্রী দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিবৃতি দিয়েছেন।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিবৃতিতে বলেন, দেশব্যাপী গণআন্দোলন এবং আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খানের নতুন সামরিক শাসনের অধীনে ১৯৭০ সালে ৭ ডিসেম্বরে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সত্তরের নির্বাচন ছিল পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে বাঙালি মননে বিসুভিয়াসের অগ্নি-উগারী বান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ২৩ বছরের সংগ্রামে অর্জিত বিশাল বিজয়ের আনন্দ স্রোতধারায় সাধারণ মানুষকে মাতিয়ে তোলেন। বাঙালির সামনে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণের মাহেন্দ্রক্ষণটি প্রতীয়মান হয়ে উঠে সত্তরের নির্বাচনের বিপুল ব্যবধানে বিজয়ের মধ্য দিয়ে। প্রতিমুহূর্তে বাঙালির হৃদয়ে স্পন্দিত হয়ে উঠে আসে স্বাধীনতার সূর্য। বস্তুত ৭০ এর নির্বাচনেই বাঙালী তার স্বাধীন রাষ্ট্রের পক্ষে নিরঙ্কুশ রায় প্রদান করে। বঙ্গবন্ধুর নৌকা মার্কা হয়ে ওঠে স্বাধীনতার প্রতীক।
মন্ত্রী বলেন, আমরা তখন শ্লোগান দিয়েছি নৌকা মার্কায় ভোট দিন বাংলাদেশ স্বাধীন করুন। সত্তরে উত্তাল দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজপথের লড়াকু সৈনিক মোস্তাফা জব্বার তার স্মৃতি তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ৩ জানুয়ারি রমনা রেসকোর্স ময়দানে আওয়ামী লীগের এমপিএ ও এমএনগণ বঙ্গবন্ধুর কাছে শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু ছিলেন বাংলার মানুষের অবিসংবাদিত নেতা। নির্বাচনের পর সেটি আরও উজ্জ্বলভাবে ভাস্বর হয়ে ওঠে। তিনি যে জনগণকে তিলে তিলে সংগঠিত করেছেন, তিনি সেই জনতার মনের অনুভূতি জানতেন। নির্বাচনের আগে বিদেশি সাংবাদিকরা বঙ্গবন্ধুকে সত্তরের নির্বাচনের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, আপনি কয়টি আসনে জয়ী হবেন বলে আশা করছেন? বঙ্গবন্ধু দৃঢ়তার সাথে উত্তর দিয়েছিলেন, আমি অবাক হবো, যদি আমি দুটি আসনে হেরে যাই। আশ্চর্য ঘটনা হলো, পাকিস্তান জাতীয় পরিষদের মোট ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭টি আসনে বিজয়ী হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জিতেও বাঙালিরা যখন সরকার গঠন করতে পারেনি, তখনই দানা বাঁধা ক্ষোভ পরিণত হয় আগ্নেয়গিরিতে। এরই ধারাবাহিকতায় শহীদের রক্তস্নাত পথ বেঁয়ে জাতির হাজার বছরের ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ। সত্তরের সাধারণ নির্বাচন বাঙালির অধিকার প্রতিষ্ঠার কর্মসূচির ধারাবাহিকতায় ইতিহাসের অনন্য এক মাইলফলক বলে উল্লেখ করেন মন্ত্রী।
স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম ০৭ ডিসেম্বর, ২০২০ ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকেট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com