সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের অর্থ সহায়তা দিয়েছে র্যাব-৮। সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ৩টায় মোংলা বন্দরের পিকনিক কর্নার ঘাটে বনের ২৭টি বাহিনীর ২৮৪ সদস্যের মাঝে নগদ এ অর্থ তুলে দেন র্যাব-৮ এর সদস্যরা।
র্যাব-৮ এর কর্মকর্তা নিয়ামুল ইসলাম জানান, করোনাকালীন সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হচ্ছে। তাই জলদস্যুদের সরকারের পক্ষ থেকে সহায়তার জন্য নগদ ৬ হাজার ৫০০ টাকা করে ২৭টি বাহিনীর ২৮৪ জন সদস্যকে এ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায় মোংলা, বাগেরহাট ও খুলনাতে ৫৪ জন এবং গতকাল সোমবার দ্বিতীয় পর্যায় ১০৪ জনকে এ অর্থ প্রদান করা হলো। এছাড়া বাকি ১২৮ জনকে সরকারের পক্ষ থেকে নগদ এ অর্থ প্রদান করা হবে।