কুমিল্লার শহরতলীর দৌলতপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন জনপ্রিয় নেত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। তিনি ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারের মাঝে নগদ অর্থ, কম্বল এবং খাদ্যসামগ্রী বিতরণ করেন। গত বুধবার ২ ডিসেম্বর দৌলতপুরে অগ্নিকান্ডে সকল আসবাবপত্রসহ সহায় সম্বল গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে যায়। সহায় সম্বল হারিয়ে নিন্মআয়ের মানুষগুলো এখন নিঃস্ব হয়ে গেছেন। এমপি আঞ্জুম সুলতানা সীমাকে এই বিপদের সময় কাছে পেয়ে খুশি হয়, সীমার দেয়া কম্বল, নগদ অর্থ ও খাদ্য সহায়তায় পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।
শনিবার ঘটনাস্থলে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘরগুলো সরজমিনে পরিদর্শনে গিয়ে কুমিল্লার সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারের মাঝে নগদ ৭৪ হাজার টাকা, দুইটি করে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর আ”লীগের সিনিয়র নেতা পাপন পাল, স্থানীয় ব্যবসায়ী আলমগীর মিয়াসহ আ”লীগ নেতাকর্মীরা।