রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ লক্ষ জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ সুমন মিয়া (৩০), মোঃ বিপ্লব হোসেন (৩২) ও মোঃ রাজিব শিকদার (৩৫)। সোমবার (৩০ নভেম্বর, ২০২০) দুপুর ০২.২৫ টায় মোহম্মদপুর থানা এলাকার ঢাকা উদ্যানের সামনে থেকে জাল টাকাসহ তাদেরকে গ্রেফতার করে সঙ্গবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারি পুলিশ কমিশনার মোঃ বায়েজীদুর রহমান ডিএমপি নিউজকে জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানতে পারি কতিপয় ব্যক্তি মোটা অংকের জাল টাকাসহ ঢাকা উদ্যানের সামনে বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত সুমন নিকট হতে ১০ লক্ষ জাল টাকা, বিপ্লব নিকট হতে ০৬ লক্ষ জাল টাকা এবং রাজিবের নিকট হতে ০৪ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়। তারা তিনজনই জব্দকৃত ২০ লক্ষ জাল টাকা প্লাষ্টিকের বাজার ব্যাগে বহন করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে পুলিশ।