উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি টিম ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরস্থ ০৪ নং রোডের ৫৭ নং বাসার মেইন গেইটের সামনে উল্লেখিত ০৩ জনকে দেখে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদসহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে তাদের কাছ থেকে ৪,৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দেশের বিভিন্ন জায়গা এবং রাজধানীর বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহর ও উত্তরার বিভিন্ন এলাকায় তারা বিক্রয় করে থাকে।এ সংক্রান্তে উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।সুত্র:ডিএমপি