কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমে কর্মরত এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম করোনা ভাইরাসে (কভিট১৯) আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন। তার শারীরিক অবস্থা ভাল রয়েছে। তিনি সকল শুভাকাঙ্খী ও বন্ধু বান্ধবসহ শ্রদ্ধাভাজন সকলের নিকট দোয়া কামনা করেন। কুমিল্লা ডিবি পুলিশের এই কর্মকর্তা করোনা প্রেক্ষাপটেও একজন সম্মুখ যোদ্ধা হিসেবে জেলায় সংগঠিত হত্যা মামলা, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা করোনা প্রেক্ষাপটে প্রথম সারির সম্মুখ যোদ্ধা হিসেবে মানবিক কাজ করে যাচ্ছেন। করোনা যুদ্ধে জীবনের ঝুকি নিয়ে মানুষের পাশে থেকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা।।ইতিমধ্যে সম্মুখ যোদ্ধা হিসেবে মানবিক কাজ করতে গিয়ে সারাদেশে ৭৪ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে।