কুমিল্লায় যুবলীগ কর্মী জিল্লুর হত্যার দুদিনের মাথায় চট্টগ্রামের আগ্রাবাদেও প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ কর্মী মারুফ চৌধুরী মিন্টু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার মৃত্যুর পর হাসপাতালে ছুটে আসেন স্বজন ও রাজনৈতিক নেতাকর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা।
স্বজনরা জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজের এলাকায় বসে চা খাচ্ছিলেন মিন্টু। এ সময় স্থানীয় যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপু ও তার অনুসারীরা তার ওপর অতর্কিত হামলা করে। দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে নগরীর বেসরকারি রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো কোনও মামলা হয়নি।
Leave a Reply