কুমিল্লা সদর দক্ষিন উপজেলার পুরাতন চৌয়ারা সড়কের উপর জিল্লুর রহমান (৪৮) নামের এক যুবলীগ কর্মীকে স্ত্রীর সন্তানের সামনে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার সময় সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌয়ারার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত কমল কৃষ্ণ ধর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মোটরসাইকেলে আসা ১০-১৫ জন লোক তার উপর হামলা চালিয়ে উপর্যপুরি কুপিয়ে হোন্ডা যোগে পালিয়ে যায়। এসময় তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জিল্লুরের মৃত্যু হয়।
খবর পেয়ে হাসপাতালে আসেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিশ্চিত হতে চেষ্টা করছি। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।’
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে জিল্লুর খুন হয়েছেন। জানা গেছে জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিল।এ দিকে হত্যার মুল কারন খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করার কথা জানা যায়।