আদাবর এলাকার মাইন্ড এইড সাইকিয়াট্রি এন্ড ডি-এডিকশন হসপিটালে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আনিসুল করিম (৩৫) হত্যার ঘটনায় গ্রেফতার ১০ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
১১ নভেম্বর, ২০২০ গ্রেফতারকৃতদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।শুনানি শেষে বিজ্ঞ আদালত প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ০৯ নভেম্বর ২০২০ তারিখ দুপুর অনুমান ১১.৩৫ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আনিসুল করিমকে চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা আদাবরের Mind Aid Psychiatry & De-Addiction Hospital নিয়ে যায়। অনুমানিক ১১:৪৫ টায় উক্ত হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা বলে হাসপাতালের দোতলায় নিয়ে যায়। তখন তার বোন তার সাথে যেতে চাইলে আরিফ ও রেদোয়ান তাকে বাধা দেয় এবং কলাপসিবল গেট আটকে দেয়। আনুমানিক ১২:০০ টায় আরিফ নিচে এসে তার বোনকে উপরে যাওয়ার জন্য ডাক দেয়। তার বোনসহ পরিবারের লোকজন উপরে গিয়ে মোঃ আনিসুল করিমকে একটি রুমের ফ্লোরে নিস্তেজ অবস্থায় শোয়া দেখতে পায়। তার পরিবারের সদস্যরা একটি এ্যাম্বুলেন্স যোগে মোঃ আনিসুল করিমকে দ্রুত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, শ্যামলীতে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ সংক্রান্তে সোমবার রাতে তাঁর বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন।