ফার্মেসিতে পাওয়া ওষুধগুলো কি মেয়াদোত্তীর্ণ ? কোম্পানির নাম ও ওষুধের নাম কিছুই বোঝার উপায় নেই। প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধ ফার্মেসি থেকে রোগীরা বিভিন্ন কারনে ওষুধ কিনে সেবন করে আসছিলেন। রবিবার (৮ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃপক্ষ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারের রাফি নামের এক ফার্মেসিতে অভিযান চালানো হয়।
কুমিল্লা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মো. আছাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লালমাই বাজারের রাফি মেডিক্যাল হল নামে ওই ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ টুকরো টুকরো অনেকগুলো ওষুধ জব্দ করা হয়। এ সময় রোগীদের সঙ্গে প্রতারণা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই অপরাধে বাজারের অন্য একটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।