কিশোরগঞ্জের বিসিক শিল্প নগরী এলাকায় নকল ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক রেনিটেডিন জাতীয় ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সেখানে অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
কিশোরগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূরুল আলম জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগরীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভেজাল ওষুধ তৈরি করে বাজারজাত করছিল ইস্টবেঙ্গল ইউনানি ল্যাবরেটরিজ নামে একটি প্রতিষ্ঠান। গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়। কারখানার বিভিন্ন কক্ষে ১৫/২০ জন নারী শ্রমিক দিয়ে তৈরি করা হচ্ছিলো নকল ওষুধ। এ কারখানায় তৈরি নকল ওষুধ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত জানান, অভিযানে জব্দ করা হয় ১০ লাখ টাকা মূল্যের ভেজাল ওষুধ। অভিযানের পর কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..