যশোরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত,আহত হয় আরও ৩ জন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে বাঁকড়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হোসেন আলী ও নয়ন নামে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ৩ আরোহীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ জাতীয় আরো খবর..