গতকাল ২১ অক্টোবর কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড এর সিবিএ নির্বাচন অনুষ্টিত হয়। উক্ত সিবিএ নির্বাচনে আকতার মাজেদুর রহমান (লিটন) পরিষদ জয়লাভ করেন। আকতার মাজেদ পরিষদের অন্যান্য পদে জয়ী হোন সহ সভাপতি পদে জসিম উদ্দিন মান্না, মোখলেছুর রহমান মজুমদার, আব্দুল মালেক খন্দকার, সহ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ মতিন, অর্থ সম্পাদক বশির আহমেদ,দপ্তর সম্পাদক এম এ শহিদুল বাড়ি, ক্রীড়া সম্পাদক বাবুল কুমার, প্রচার সম্পাদক কাজী গোলাম সারোওয়ার। নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান ঠিকাদার আরবুর রহমান আরব মিয়া, খোরশেদ আলম,কাজী আব্দুল অদুদ রবি সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। আক্তার মাজেদ পরিষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।