কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন কুমিল্লা জেলার জনপ্রিয় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম বিপিএম বার। তিনি পরিকল্পনা অনুযায়ী শহীদ মিনারে নির্মাণ কাজ শেষ করেন। গতকাল সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম পুলিশ লাইন্স হাই স্কুলের সামনে নির্মিত দৃষ্টিনন্দন শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনের পুর্বে পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয় পুলিশ লাইন্স হাই স্কুলের শিক্ষার্থীরা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানভীর সালেহীন ইমন পিপিএমসহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।