সারা দেশে গত ২৪ ঘণ্টায় (৯ অক্টোবর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন রয়েছেন। ২৩ জনই মারা গেছেন হাসপাতালে। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ২৩৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৬৩ জন।সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৭৯০ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ১১১ জন, রাজশাহী বিভাগে ৩৫৯ জন, খুলনা বিভাগে ৪৪৭ জন, বরিশাল বিভাগে ১৯৩ জন, সিলেট বিভাগে ২৩৫ জন, রংপুর বিভাগে ২৫০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১৫ জন মারা গেছেন।