দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে কুমিল্লায় বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা ( দক্ষিণ – উত্তর) জেলা ও মহানগর বিএনপির আয়োজনে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে রাজগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা (দক্ষিণ – উত্তর) জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।