ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ নামের একটি সংগঠন।শনিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। সব অপরাধের আইন আছে কিন্তু প্রয়োগ নেই। বিচারহীনতার সংস্কৃতি দেশে এসব অপরাধ বাড়িয়ে দিচ্ছে। যে সমাজে লুটপাট, অবৈধ আয় বেড়ে যায় সেখানে ধর্ষণ খুব সামান্য ব্যাপার হয়ে দাঁড়ায়। আজ নারী কোথাও নিরাপদ নয়, অফিস কিংবা বাসা সব জায়গাতেই নির্যাতনে শিকার হতে হয়। আমরা এখনও সভ্য হতে পারিনি, যেখানে মা-বোনেরা নির্যাতনের শিকার হন সেটাকে সভ্য সমাজ বলতে পারি না। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নুরুন্নাহার রুনা, সাধারণ সম্পাদক শিউলি শিকদার, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন প্রমুখ।