ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে উপজেলার জয়দেবপুর শাহী জামে মসজিদ প্রাঙ্গন থেকে ওই বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে এসে প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তৃতা করেন – জয়দেবপুর হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার সভাপতি ও টিকে গ্রুপের পরিচালক মো.শফিউল আথহার তছলিম, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো.খোরশেদ আলম, সাবেক ইউপি সদস্য গোলাম সারোয়ার(জিএস), মুফতি নজরুল ইসলাম, জয়দেবপুর শাহী জামে মসজিদ ইমাম মাওলানা মাসুম বিল্লাহ, মো.শাহিন আলম প্রমুখ।
পরে ফিলিস্তিনিদের শান্তি ও ইসরায়েলি ইহুদিদের হেদায়েত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন – মাওলানা আবদুল ওহাব।