কুমিল্লা সদরের দৌলতপুর এলাকায় স্থানীয় রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দু গ্রুফের সংর্ঘর্ষে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো: হাসান। সে আর্দশ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দৌলতপুর গ্রামের জসিম উদ্দিন ছেলে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি সনজুর মোরশেদ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দৌলতপুরে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় । এতে উভয় পক্ষের হামলায় গুরুতর আহত হন মো. হাসান। পরে হাসানকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।