কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর একটি টিম সদর উপজেলার মহাসড়কের আমতলী এলাকায় রয়েল কোচের যাত্রীবাহি এসি বাসে ফেন্সিডিল পরিবহনকালে ৩ মাদক পাঁচারকারীকে আটক করে। শুক্রবার (২ অক্টোবর) ৩৮২ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। এসময় রয়েল কোচের যাত্রীবাহি বাসটিও জব্দ করার বিষয়ে নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। ধৃত আসামিরা হল।্কুমিল্লার বুড়িচংয়ের পিতাম্বর (মধ্যমপাড়া) গ্রামের মোঃ ফরিদ আহম্মেদের ছেলে মোঃ শরিফ আহম্মেদ (৪০), কুমিল্লার কোতয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের মোঃ জসিম মিয়ার ছেলে মোঃ আরিফ হোসেন (২৫) এবং জেলার চান্দিনা থানার রানীছড়া (শিকদার বাড়ি) গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ নাজমুল হাসান (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।