মাদকের বিষয়ে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ২৬ জন সদস্যের পজিটিভ এসেছে। তাদের সবাইকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন ( ডিএমপি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।ডিএমপির নবসৃষ্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের কাছেও সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকেই ছাড় দিব না। পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে কিংবা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করছে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে।তিনি আরো বলেন, একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেয়া হয় ঠিক সেভাবেই মাদকের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।