1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

উত্তপ্ত মীরশরাই, যুবলীগ নেতা এলিটকে অবাঞ্ছিত ঘোষণা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১১ বার পঠিত

উত্তপ্ত মীরসরাই আওয়ামী লীগের রাজনীতি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের গ্রুপিং প্রকাশ্যে সংঘর্ষে রূপ নিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই থেকে প্রার্থী হতে ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। তবে এলিটের কর্মসূচি প্রতিহত করার পাশাপাশি তাকে মীরসরাইয়ে আওয়ামী লীগের রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

রবিবার (১৮ জুন) বিকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। শনিবার বিকালে এলিটের অনুসারীদের সঙ্গে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের অনুসারীদের সংঘর্ষের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

এদিকে, সংঘর্ষের ঘটনায় মামলা করেছে দুই পক্ষ। এর মধ্যে শনিবার রাতে মীরসরাই থানায় এলিটকে প্রধান আসামি করে মামলা করেন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। রবিবার দুপুরে যুবলীগ নেতা আসিফুর রহমান শাহীন বাদী হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীরকে প্রধান আসামি করে পাল্টা মামলা করেন।

অপরদিকে, সংঘর্ষের ঘটনায় রবিবার বিকালে মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নেতৃত্বে মীরসরাইয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ঐক্যবদ্ধ। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের জন্য আমরাই যথেষ্ট। এখানে রাজনীতি করতে হলে দলীয় গঠনতন্ত্র মেনে করতে হবে। যুবলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। সম্প্রতি যুবলীগের কেন্দ্রীয় সদস্যের নাম ব্যবহার করে এলিট মীরসরাইতে অপরাজনীতির চেষ্টা করছেন। তার নেতৃত্বে শনিবার বিকালে উপজেলার মিয়াপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান জাহাঙ্গীসহ ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।’

তিনি বলেন, ‘এলিট প্রকাশ্যে আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীদের ওপর গুলি ছুড়েছেন। আগামীতে এলিট মীরসরাইয়ের যেখানে কর্মসূচি করতে যাবেন, সেখানেই প্রতিহত করা হবে। তাকে প্রাণ নিয়ে যেতে দেওয়া হবে না। মীরসরাইয়ের রাজনীতিতে এলিটকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এলিটকে প্রতিহত করবেন উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সব নেতাকর্মী।’

মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মীরসরাই পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন প্রমুখ।

মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, ‘শনিবার বিকালে সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান জাহাঙ্গীর বাদী হয়ে যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটসহ ১১ জনকে আসামি করে মামলা করেন। অপরদিকে যুবলীগ নেতা আসিফুর রহমান শাহীন বাদী হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীরসহ ১২ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। বি‌ট্রি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com