রূপগঞ্জে লাইটার জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হুমায়ন কবির (৫৪) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ নিয়ে দুইজন মারা গেলো।
শনিবার (১০ জুন) রাত ১০টা ১০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া বর্তমানে এ ঘটনায় আহত আরও তিন জন চিকিৎসাধীন রয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমায়নের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে তাজুল ইসলাম লিয়ন নামে (২০) আরেকজন মারা গেছেন।
শনিবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার (৪ জুন) সকালে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।