রাজধানীর মোহাম্মদপুর থেকে ০৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা- রমনা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হোসেন, মোঃ আবু কালাম ও মোঃ আজাদ।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা- রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর মোহাম্মদপুর থানার লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ মোঃ হোসেন, আবু কালাম ও আজাদকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।