কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয়ে তিনটি পৃথক ঘটনায় তিন ভিকটিম থেকে সাড়ে ২২ লাখ টাকা হাতিয়ে নেয়া ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। বুধবার ভোরে ঢাকা,সাভার, গাজীপুরসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম বিপিএম বার পুলিশ সুপার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি আরোও জানান, ডাকাত দলের একটি চক্র বিভিন্ন সময়ে কুমিল্লা জেলার মুরাদনগর,দাউদকান্দি গৌরীপুর ও সদর দক্ষিন উপজেলার পদুয়ার বাজার এলাকায় ভিকটিমদের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তিন ব্যক্তি থেকে মোট সাড়ে ২২ লাখ টাক ডাকাতি করে নিয়ে যায়। এ বিষয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম বিপিএম বার উপরোক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে গোয়েন্দা পুলিশের এলআইসি টিমকে নির্দেশ প্রদান করে। দায়িত্ব পেয়ে কুমিল্লা ডিবি পুলিশের এলআইসি টিমের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস, এসআই নজরুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এএসআই আরিফুল এএসআই অসীম রায়,সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা ,সাভার , গাজীপুরসহ একাধিক স্থানে দীর্ঘ অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ধৃত ডাকাতদলের সদস্যদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, ডিবি কটি, নগদ দেড় লক্ষ টাকা, একটি লাঠি ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হল শেরপুর জেলার মোঃ সুমন মিয়া, জয়পুর হাটের মোঃ আপেল, যশোর জেলার মোঃ মনির ও ভোলার জেলার ড্রাইভার ইউছুফ। আটককৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।